মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে আ’লীগের সাবেক সভাপতি-সহ ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলো: ফজর আলী (৫৭), তিনি মহানগরীর পবা থানার উজিরপুকুর এলাকার নেয়ামত আলীর ছেলে এবং ৮ নং পারিলা ইউনিয়ন ও ৮ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাবেক সভাপতি, আওয়ামীলীগ কর্মী মোঃ শিমুল (৩৫), তিনি বোয়ালিয়া থানার বাশার রোড এলাকার মোঃ জাহাঙ্গীরের ছেলে ও মোঃ রফিকুল ইসলাম (৫০), সে একই থানার টিকা পাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে।
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকান্ডে ও অন্যান্য অপরাধের অভিযোগে ৩ জন গ্রেফতার হয়েছে।
এছাড়াও নগর পুলিশের অভিযানে ২২ জন গ্রেফতার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ১৪ জন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।